ওয়েটিং ম্যাম
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ফোন দিলে লাইনে পাই না
তাকে ওয়েটিং,
শত ছেলের মন নিয়ে হলি খেলে
করে প্রেমের মিটিং।
.
লাজ-শরম কিছু নেই
সে যেন হলো কুহকিনী,
ভালবাসার মত মন নেই
করতে পারি শুধু ছিনিমিনি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৯-০৬-২০১৮ ২১:১৫ মিঃ

ফোন দিলে লাইনে পাই না
তাকে ওয়েটিং,
শত ছেলের মন নিয়ে হলি খেলে
করে প্রেমের মিটিং।
.
লাজ-শরম কিছু নেই
সে যে কুহকিনী,
ভালবাসার মত মন নেই
করতে পারে শুধু ছিনিমিনি।