নে তা !
- ফয়েজ উল্লাহ রবি

কী খেলায় চলছে বেলা
সভ্যতার-ই খেলা,
নিজের পাপে অন্য দোষী
কে ঠেকাবে ঠেলা ।

গরীব মরে দানের লাইনে
ধনীর ধন বাড়ে,
চায় যে আরো বেশি করে
ভিক্ষার ঝোলা কাঁড়ে ।

সভ্যতার এই মন্দ বাজার
মন্ত্রী-এমপি রাজা,
জনো ভোটে নেতা হয়ে !
কে দেবে যে সাজা ।

লুটে টাকা দেশের সবোই
থাকি মোরা চেয়ে,
তবু পাগল; আমজনতা
সে গান যাই গেয়ে ।

বুঝবো ক'বে নিজের ভাগ্য
ওরা তো চোর নেতা,
জ্বালিয়ে দাও ওদের আসন
কম্বল বালিশ কাঁথা ।


২৬ জ্যৈষ্ঠ ১৪২৫, ০৯ জুন ২০১৮

ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণমাত্রা-৪, অপূর্ণ মাত্রা-২


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।