চলে যাবো
- ফয়েজ উল্লাহ রবি
মরে যাবো চলে যাবো
এই পৃথিবীর রীতি,
শূন্য হাতে এলাম ভবে
রেখে যাবো প্রীতি !
তোমরা যারা সুখে আছো
ভালো থেকো সবে,
ডাক আসিলে চলে যাবো
শূন্য দেহ র'বে ।
মাটির পুতুল মাটি মিশে
হয়ে যাবে শেষ,
সেই জীবনটা শেষ হবে না
বেঁচে থাকবে অশেষ।
থাকতে সময় পাড়ের কঁড়ি
করো তুমি জমা,
ভুলের বিচার হবে সে দিন
পাবে না তো ক্ষমা ।
ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণমাত্রা-৪, অপূর্ণ মাত্রা-২
২৬ জ্যৈষ্ঠ ১৪২৫, ০৯ জুন ২০১৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।