অচেনা শহর
- ফয়েজ উল্লাহ রবি

এক পলকে চেনা এই শহর হয়ে গেছে অচেনা
ভালোবাসার গ্রামে আমি একাই রয়েছি দেনা ।
কতো কিছু নামী-দামী জমা থাকে ভাগ্য সিন্দুকে
জীবনের টানাপোড়েন থমকে যায় হতাশার বন্দুকে ।
হাজার কষ্টে! হাজার দুঃখে! তবুও মানুষ বাঁচে
অল্প সুখেই মনের দোয়ার খুলে মানুষ নাচে ।
পাওয়া-না পাওয়ার দোলা ছলে ছলছে সিঁড়ি
দু'দিনের এই দুনিয়ায় র'বে না কেউ; তবু গড়ে বাড়ী ।







২৭ জ্যৈষ্ঠ ১৪২৫, ১০ জুন ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।