অলস দুপুর
- ফয়েজ উল্লাহ রবি
এই ভাবে দিন যাচ্ছে কেটে
নানা রঙ্গে মিশে,
কতো কিছু দেখছি চোখে
ঘুরছি যে তার পিছে ।
হাজার লোকের ভিড়ে আমি
লাগছে বড্ড একা,
সুখেই আছি দেখছি যেমন
নেই যে সুখের দেখা।
সুখ পাখিটা কোথায় গেলো
কোন আকাশে ঘুরে,
তারে খুঁজে ক্লান্ত আমি
আসবে ক'বে ফিরে ।
ভালো আছি ভালো থেকো
তোমরা সবাই ভালো,
--আমি একা মন্দ কিনা ?
দিচ্ছি তো সেই আলো ।
ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণমাত্রা-৪, অপূর্ণ মাত্রা-২
০৩/০৬/২০১৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।