সু ফ ল
- ফয়েজ উল্লাহ রবি

পথ খুঁজেছি পথে নেমে
সুখ খুঁজেছি দুখে,
কান্নারা সব জমে আছে
ছোট্ট শীতল বুকে।
বুকটা ফেঁটে কান্না আসে
চোখে দেখি জল,
ধৈর্য ধরলে মেওয়া ফলে
আসবে যে সুফল।
মিষ্টি মধুর সেই ফলেতে
সুখের ঠিকানা,
বারবার যাবো আমি ফিরে
নয় তো অজানা।

ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণমাত্রা-৪, অপূর্ণ মাত্রা-২

০৩/০৬/২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।