সুখ মনের ভেতর
- ফয়েজ উল্লাহ রবি

কানে বাজে বারে-বারে
বেদনার এই সুর,
সুখটা যে আজ অনেক দূরে
আসলে অনেক দূর।
সুখের আশায় বেঁধে বাসা
খুঁজছি আকাশ-পাতাল,
কোথায় তুমি সুখের পাখি
হচ্ছি যে আজ মাতাল।
--পাগল হয়ে পথে রয়ে
খুঁজি সুখের ঠিকানা,
দুঃখের সাথেই সুখের বাড়ী
তা ছিলো মোর আজানা।
অবশেষে খুঁজে ফিরে
পেলাম সুখের আশ,
ছিলো আমার মনের ভেতর
দেখার হয়নি অবকাশ ।

ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণমাত্রা-৪, অপূর্ণ মাত্রা-১,২

০৩/০৬/২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।