আত্মাভিমান
- ফয়েজ উল্লাহ রবি

পাশের বাড়ীর করিম উদ্দিন
পায়না খেতে ভাত,
লজ্জ্বা লাগে চলতে সাথে
একলা কাটে রাত ।
ঐ বাড়ীরই রহিম উদ্দিন
ক্ষেতে করে কাজ,
দিনের আলোয় নেই দেখা তার
শরমে মাথায় বার্জ ।
পূর্ব বাড়ীর রইস উদ্দিন
ছেলে তাঁর বিদেশে,
খুশি মনে তাহার সাথে
চলো নিত্য হেসে ।।

ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: -পূর্ণমাত্রা-৪, অপূর্ণ মাত্রা-১,২

মঙ্গলবার
২৯ জ্যৈষ্ঠ ১৪২৫, ১২ জুন ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।