কাল ঈ দ
- ফয়েজ উল্লাহ রবি
চাঁদ উঠেছে পশ্চিমাকাশে
হবেই কাল ইদ,
মিটে যাবে সব ব্যবধান
মিলে-মিশে হৃদ !
ত্রিশ দিনের রোজার শেষে
মুক্ত মানুষ জন
কাঁধে-কাঁধে এক কাতারে
হাসবে সবার মন ।
মনের যতো ক্রোধ শতো
ধুয়ে-মুছে পর,
সবাই মিলে আপন হয়ে
বাঁধে প্রেমের ঘর ।
নতুন জামা পিঠা-সেমাই
হবেই খুশির রব,
শত্রু-মিত্র ভুলে সবাই
থাকবে সুখে সব ।
রোজার শেষে খুশির ইদ
করি প্রতিজ্ঞা,
ভালো হয়ে চলবো মোরা
করবো প্রতীক্ষা ।
বৃহস্পতিবার
৩১ জ্যৈষ্ঠ ১৪২৫, ১৪ জুন ২০১৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।