আকাশকে প্রশ্ন করে !
- ফয়েজ উল্লাহ রবি

আকাশকে প্রশ্ন করেছি
কোথায় পায় সে এতো নীল,
আকাশ বলে বুকে তার এক
বিশাল বড়ো ব্যথার ঝিল ।
উড়তে পাখি দেখে বলছি
কোথায় পাও যে উড়ার ভিত,
বলে পাখি মেলে আঁখি
ইচ্ছে শক্তির কোমল মিত ।।
ফুলকে ফুটতে দেখে বলছি
কেমন সে দেয় এতো ঘ্রাণ,
নিজের জন্য যে না রেখেই
দেয় ভরে সে অন্যের প্রাণ ।
গানের কবি সুরের রবি
দেয় কেমন সে মূর্ছনা,
হৃদ মাজারে ডুব দিয়ে সে
ফুলে-ফলে অর্চনা ।

বৃহস্পতিবার
৩১ জ্যৈষ্ঠ ১৪২৫, ১৪ জুন ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।