আশ্রিতা গণতন্ত্র
- প্রবীর রায়

গণতন্ত্র অসহায় আজ, আশ্রিত পরাধীনতার চৌকাঠে,
বিক্রিত সব রাজনেতারা,গণতন্ত্রের পা কাটে,
অধিকার আজ স্বাধীন পূর্ব,ব্রিটিশ শাসন চালায় বংশধর,
মানুষ আজ রাজনীতির গোলাম,শাসক হলেন দ্রোহী সদাগর,
রাজ্য ব্যাপী-দেশ ব্যাপী গণতন্ত্র অসুস্থ আজ,
লড়াইয়ে মাতে পঙ্গু সমাজ,বৃদ্ধিতে উৎশৃঙ্খল রাজ,
সন্ত্রাসে আজ হার মেনেছে,গণতন্ত্র বন্দী সংবিধানে,
নির্দোষীর সাজা,ফাঁসির মঞ্চে আজ বারেবারে গণতন্ত্র,
শাসক-বিরোধীর রামায়ণ যুদ্ধ,রক্তে ভেসেছে গণতন্ত্র,
প্রশাসন নীরব দর্শক,পরাজিত সার্বভৌমিক স্বতন্ত্র,
অসুরক্ষিত স্বাধীন রাষ্ট্রে ইতিহাস সাক্ষী সত্যতার কণ্ঠে,
ধর্ম-জাত-শিশু-নারী এই মহাযুদ্ধের সূত্রপাত আর ভুক্তভোগী,
যেই বসুক সিংহাসনে-একই অরাজকতা,সেই পুরনো ছবি,
প্রতিশোধ আজ সবার লক্ষ্য, তাই নিখোঁজ গণতন্ত্রের মুক্ত রবি।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।