দুটি ছড়াক্কা
- সুদীপ্ত বিশ্বাস ২৩-০৪-২০২৪

উন্নয়ন

বলব কি ভাই এই বাংলার মানুষগুলো যাচ্ছেতাই
কোনটা মুখোশ, কোনটা যে মুখ
চাইছে সবাই, সবাই ঠকুক!
রাত কেটে আর আসছে না ভোর
মন্ত্রি-নেতা সবকটি চোর
রাস্তঘাটে খড়্গ হাতে উন্নয়নও হাসছে তাই।


ধর্ম

ধর্ম নামের আফিং খেয়ে মানবজাতি অন্ধ রে
আল্লা-হরি-বুদ্ধ
করছে শুধু যুদ্ধ!
আখের গোছায় চালাকে
দোষ দেব কোন শালাকে?
ঠুলি পরেই বাঁচছে সবাই, সত্যি কথা বন্ধ রে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।