সোশ্যালে ভোট
- প্রবীর রায়

ভোট সামনে নেতা মরিয়া,জোরালো তার প্রচার,
যুগের সঙ্গে তাল মিলিয়ে,সোশ্যাল মিডিয়ার ব্যবহার,
রাজনীতি আজ উঠতে-বসতে,ঘুম কেড়েছে সবার,
রাজনীতিকরা ব্যস্ত লড়তে,ছিনতে গদি টাকার,
সোশ্যাল মিডিয়াই ধরছে তুলে,আপন কর্মকাণ্ড,
যুব সমাজ ফাঁদের মুখে,বশ করেছে ভণ্ড,
ডান-বাম সব পক্ষই,দেখাই ক্ষমতার বাহার,
তুঙ্গে ওঠে ভোট ছিনাতে,দাঙ্গা-যুদ্ধ-প্রহার,
বয়স আর বাঁধা নয়,টপকে সকল দ্বার,
গরীব মরে ভাঙা ঘরে,পেটেতে নেই আহার,
পোষা গুণ্ডা লীলায় মাতে,ভুলে নিজ পরিচয়,
ক্ষমতা পেলেই বিরোধী মরে,বাজে ডঙ্কা জয়,
বিরোধিদের হুমকির স্বর,মিডিয়ায় ভাইরাল ঝটপট,
জনতা বোকা ভোট দিয়ে ভোলে,পাওনা ভাসে তট,
পরোয়াহীন নেতারা সব,সভ্যতার বুকে অভিশাপ,
আধুনিক প্রজন্ম বিকলাঙ্গ-বধির,প্রকাশ্যে করে পাপ,
হার-জিতের পাট্টা লড়াইয়ে,বিরোধিরাও হয় জোট,
নির্ভয় সবদল পিকনিক-মদ,টাকা দিতে নেই খোট।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।