মৃত্যু যম
- প্রবীর রায়

ঘুম হল মৃত্যু আর স্বপ্ন,মনের গভীরে অনুভূতি,
সমস্ত চাওয়া-পাওয়ার ছদ্মরূপ,তাতেই পূরণ স্তুতি,
স্বপ্নের ভবঘুরে এক খোঁজ,ছটফট অস্বচ্ছ দিশা,
যার কেউ নেই-যাকে আপন করেছে পর,সহজেই যায় মিশা,
অর্থশালীর আসমান ছোঁয়া ঘর,স্বপ্না সাজানো পরপর,
দরিদ্র-ভিক্ষুক ধূলিতে মিশেছে,সমাজ তাদের পদতলে পিশেছে,
হতাশার জীবন-অবসাদ সঙ্গী,শিকার প্রতিমুহূর্ত,
বন্ধুর হাত আঁখি নাগালে,কেউ হৃদয়স্পর্শী-কেউ ধূর্ত,
সত্য আর কল্পনার মায়াজাল,একাকীত্ব করে বশ,
সোশ্যাল-ডায়েরিয় স্বার্থকতা,বাকি তবু কত ধস !
বাইরের জগত-মুশকিল বাঁধা,সত্যতার বহু পরীক্ষা,
জীবন সংগ্রাম ব্যস্ত-ঘনীভূত,চাহনিতে মেলে সমীক্ষা,
আয়নায় প্রশ্ন বিম্বের সরলতা,বিশ্বাসের কঠিন ধাপ,
নিজ মুখ ছবি-অস্তের রবি,বিছানো ছায়া-ছাপ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।