নির্ণয়
- প্রবীর রায়

কল্পনার ছোট শহর ত্যাগে,বাস্তবের বিশ্ব, ঘেরা মহানগর,
বিস্তৃত-পার্থক্য একরাশ,বজায় কর্ম,কল্পনার সফর,
একসাথে দুই যায়না করা,বয়স পেরিয়ে একচ্ছত্র জীবন,
ব্যস্ত পরিবেশ-সমাজ নতুন,অজনবী আমি অস্বচ্ছ কিরণ,
উৎসূক মন-প্রশ্নের ছবি,কিছু মাসে হয় পরিচয়,
আত্মনির্ভর যায়না ফেরা,সেই পুরাতন আঙিনায়,
নিজ স্বাধীনতা-দেয় যে বাঁধা,বিবাহের মিল-অবকাশে,
দেখেছিলাম আমি প্রেমী থেকে স্বামী,বদলিত মন নেই পাশে,
হই পরাধীন-বদ্ধ আঙুল,কর্মে ভুলি নিজেকে,
হঠাৎ স্তব্ধ-সময়ের কাঁটা,মুশকিলে যায় ঢেকে,
আজ অসহায়-লাগে বড় ভয়,যায় মুক্ত দ্বার বৃদ্ধাশ্রমে,
কাটিলো সন-কেউ এলোনা,আপন আমার আশ্রমে,
আপনেরা পর -পুড়ি দাবদাহে,ভাবনার হৃদে জোয়ার-ভাটা,
একলা ঘুম স্বপ্নের ওপারে,বাঁধা নয় আর পাটা।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।