ভোট
- প্রবীর রায়

ঘোষিত ভোট নির্ঘণ্ট, ব্যস্ত সড়ক ব্যস্ত জনজীবন,
নেতারা গর্জে গ্রাম-রাজ্যে,করতে দখল আসন,
বিধির বিধান সমাজ মানুষ,হিংসার সন্ধিক্ষণ,
গ্রাম-বাংলা যঙ্গে মাতে,নেতার বহু পণ,
কয়েক লক্ষ প্রার্থী সাথে,অগণিত ভোটার,
মনোনয়নে দাঙ্গা-যুদ্ধ,কেউই চাইনা হার,
মরছে নারী মরছে শিশু,মরছে আইন রক্ষক,
মরছে জনতা-স্তব্ধ জীবন,দেখছে হেসে ভক্ষক,
প্রার্থী ঘিরে বিরোধী লড়ে,প্রচার পর্বে আঘাত,
বেকার-পড়ুয়া লড়তে মরিয়া,লক্ষ্য পথে ব্যাঘাত,
পঞ্চায়েত এলে লক্ষ পূরণ,এক ঢিলে দুই পাখি,
আধিপত্য রক্ষার তরে,দ্বন্দ্বে প্রাণের ঝাঁকি,
লোকসভা-বিধানসভা,গ্রামসভার রূপ হিংসাত্মক,
সংঘর্ষ-প্রাণহানি ভোটে,নেতার বুলি রসাত্মক,
শক্তির গদি লোভী নেতারা,রাজস্ব লুটতে অর্জন,
কেদারা পেলেই ভরে ভুঁড়ি,রাজ্যবাসি বর্জন।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।