ভারতবর্ষ
- প্রবীর রায়

বিশ্বে মহান পবিত্র দেশ,আমার ভারতবর্ষ,
মহাভারতের কৃষ্ণ-অর্জুন,ধন্য পেয়ে স্পর্শ,
দেশের নামে মানুষ হয়না,ভারত পেয়েছে ঠাঁই,
অর্জুনকে ভারত বলেছেন,গ্রথিত আছে গীতায়,
ভারত নামের অর্থ গভীর, আধ্যাত্মিক রহস্য,
ঋষি-মনিষীর গর্ভ ধারিণী,ভিন্নাদি ধর্মের পষ্য,
বহু জন্মে লক্ষ্য রেখে,কল্যাণ করে জীবের,
জন্ম-মৃত্যুর দোলাচলে,বজায় রাখে সবের,
সনাতন ধর্মের শাস্ত্র রচনা,ব্রহ্মজ্ঞানের ভাণ্ডার,
জন্ম-মৃত্যুর অতীতে গমন,শক্তি জ্ঞান অপার,
ঐশ্বর্যে আকৃষ্ট মানব,পাইনা অনুভূতি-অনুভব,
শাস্ত্রে রচিত আত্মজ্ঞান,নির্মল করে সব,
যুগযুগ ধরে ঋষির বাণী,স্মরণ করে জীব,
আকাশ-বাতাস-জল-ধূলিতে,মিশ্রিত জ্ঞান সজীব,
রক্ত-শিরায়-জ্ঞান-চেতনা,দরিদ্র হৃদেও সাধনা,
নিত্য পূজা প্রতিটি ঘরে,সমাধিস্থেও আরাধনা,
প্রতিটি শব্দে শিহরণ জাগে,মলিন মনে পুষ্প,
পৃথিবী-শরীর,শরীর-ক্ষেত্র,তাতেই দেশের ঐক্য।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।