প্রার্থনায় জয়
- প্রবীর রায়
সরকারি-বেসরকারি শিক্ষাঙ্গনে,নিত্য প্রভাত প্রার্থনা,
প্রতিটি শব্দে বিরাজিত আত্মা,পরমাত্মার বন্দনা,
অহিংসা পরম ধর্ম,হিংসা-বিবাদ নহে,
একতাই শক্তি-প্রেম-প্রীতি,গুরুজনেরা কহে,
জাতীয় সঙ্গীত সকল কণ্ঠে,গর্বে বুক ভরা,
শিক্ষক-পড়ুয়া মেল বন্ধন,দেশকে সুদৃঢ় করা,
প্রার্থনা-রাষ্ট্রগীত-ধর্ম ঘিরে,দেশে চলে অরাজ,
সর্ব ধর্মে শ্রদ্ধা করিলে,এগোবে বিশ্বে স্বরাজ্,
প্রার্থনা শেখায় প্রেম-প্রীতি,মিলন সব ধর্মের,
যে ভাষাতেই কথা বলি,জীত হয় সু কর্মের,
রৌদ্র-ছায়া-বৃষ্টি-মেঘ,ফুল-ফল ভরা প্রকৃতি,
সবুজের মেলা-সূর্য-গগন,পাই স্বাধীন স্বীকৃতি,
ধর্ম যাই হোক-দেশ একটাই,একই মায়ের সন্তান,
প্রার্থনা তাই জ্বালবে জ্যোতি,গাইবো সকলে গান।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।