ফোন ভরসা
- প্রবীর রায়
বর্তমানে সমাজ মাঝে,নিজেকে ভুলেছে মানুষ,
ফোনকে সবাই আপন করেছে,হারিয়ে নিজ জ্ঞান- হুঁশ,
বিন মোবাইল একদিন বাঁচা,হয়েছে ভীষণ দায়,
নিজ অজান্তে-ভ্রম মায়াজালে,নিজেই অসহায়,
সকলেই জানি প্রযুক্তির আগে,ছিল প্রেম গভীর,
নিত্য দিনে পত্র লিখতো,জবাব দিতো নিবিড়,
বর্তমান ক্ষণ ব্যস্ত জীবন,বেখেয়ালি মন,
স্বপ্নে ভাসে স্মৃতি গ্রাসে,সর্বদা গ্রহণ,
প্রতিযোগিতা নিত্য নতুন,হারায় শুভক্ষণ,
ভালো-মন্দের পাল্লা যে ভার,সমাজ মাতে পর্ণ,
শিশুরা হারায় শৈশবকাল,অজানা ব্যধির শিকার,
কর্ম ভুলে সোশ্যাল চলে,সম্পর্ক নীড় বহিষ্কার,
সেই হল বন্ধু-ভুবন,জীবন-মরণ তাতে,
আপন ভুলে বুকে ধরে,ঘুম আসেনা রাতে,
সারাক্ষণ আনমনা মন,অস্থিরতার বশ,
সকল ভুলে-ভগবান ভাবে,তাতেই চাই যশ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।