সীমান্তের বাধা
- অরুণ কারফা

আমরা দুজন পথভোলা পথিক
রাস্তা খুঁজিনা আর
এখন শুধুই লক্ষ্য একটা
অজানাকে জানবার।

জানিনা কোথায় গন্তব্য আমাদের
কতদূর যেতে হবে
অথবা জানার এই পন্থা
কতদিনে শেষ হবে।

হয়ত এগোলেই দেখতে পাব
সুউচ্চ পর্বতমালা
সুতীব্র হবে মনের ভিতর
অজানাকে জানার জ্বালা।

নয়ত দেখব দীর্ঘ লম্বা
কাঁটা তারের কোন বেড়া
দুই পারের একই জাতির মাঝে
দেয়াল করেছে খাড়া।

তখন বাজবে মনের ভিতর
ঘন ঘন এক বাণী
নেই কি এমন লম্বা কোন হাত
যা ছিঁড়ে দেবে ঐ খানি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।