জাগবে নারী
- প্রবীর রায়
মাগো অসহ্য যন্ত্রণা,পারছিনা ব্যথা সইতে,
স্বাক্ষর হতে শিক্ষালয়ে,কষ্টকে হয় বইতে,
শিক্ষক মশাই বাহানা খোঁজে,দেহের তাপ নিতে,
কুনজরে দেখেন সদাই,খাতা-পত্র দিতে,
শৌচাগারে যাবার পথে,হানা দেন শিক্ষক,
ধর্ষণ করেন বদ্ধ ঘরে,রক্ষকই আজ ভক্ষক,
চিৎকার আর প্রতিবাদ করাই,হুমকি দেন তারা,
ধামাচাপাতে প্রলোভন দেখান,নইলে পরবে মারা,
মাগো আমি যাবোনা স্কুল,মন্দিরে রাবণ বাস,
রোজ-রোজ মা সইবো কেমনে,ওরা করিবে গ্রাস,
আইনের দ্বারে গেলে অপমান,আজব প্রশ্ন জিজ্ঞাসা,
কে-কে ছিল,কবার ধর্ষিত,ক-মিনিটের পিপাসা ?
তার চেয়ে ভালো,মরে যাই আমি,সব পরবে ঢাকা,
মান-সন্মান যাবেনা কারো,লাগবেনা লড়তে টাকা,
মা শুনে কন,কসনে ও কথা,আমি আছি তোর সাথে,
লড়বো আমি সর্বস্ব দিয়ে,ন্যায় পেতে দিন-রাতে,
তারপরেও মাগো সমাজ হাসবে,পতিতা বলবে আমায়,
নারে মা-তোর সাহসে,জাগবে নারী,কাটবে মনের ভয়।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।