বন্ধের নামে হিংসা
- প্রবীর রায়
বন্ধের নামে হিংসা-অরাজ,মৃত্য-মৃত্যু খেলা,
দোষী কে-লাভ কি হলো ?শান্তির অবহেলা,
উদ্দেশ্য কি-নারদ কারা ? স্পষ্ট নয় ভাষা,
প্রশাসন চুপ লাই পাই তাই,বৃদ্ধি দুষ্কৃতি বাসা,
বনধ ডেকে বিশ্বে চ্যালেঞ্জ,আন্দোলনকারীর মিছিল,
সংবিধানে বলেনি লড়তে,অসাংবিধানিক বিল,
ভীমরাওকে সামনে রেখে,বিরোধী কর্মে লিপ্ত,
যারা রক্ষক-তারাই ভক্ষক,জনতাও আজ ক্ষিপ্ত,
অপশক্তির জয়ডঙ্কা,ভিড়ের মাঝে মন্ত্র ধ্বনি,
গুমনামিরা ছদ্মবেশে,বন্দুক হাতে রক্তের খনি,
ধর্মের নামে-জাতের নামে,বনধে আজ পাশা খেলা,
অপব্যবহার তুঙ্গে ওঠে,যুক্তি-তর্কের শত ঝামেলা,
শিশুর হাতে পাথর বৃষ্টি,লুটপাটে খুন-দেশে আগুন,
রোগী মরে বিনা চিকিৎসায়,দায়ভার কার আজতো জাগুন।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।