সমাজের অভিশাপ
- প্রবীর রায়

আজকের সমাজের বড় সমস্যা, লিঙ্গের পরিবর্তন,
বদল চেহারার বদল দেহাঙ্গের, সমাজে বিবর্তন,
এমনি অনেক লাঞ্ছিত মানুষ, অবসাদ আক্রান্ত,
ছেলেতে-মেয়ে,মেয়েতে-ছেলে,রোগে পরিশ্রান্ত,
দেখান চিকিৎসক-ওঝা-সন্ন্যাসী, সর্বাঙ্গের চেক,
ভূতকে তাড়াতে-রোগকে সারাতে, পরীক্ষাও অনেক,
জিজ্ঞাসা করেন চিকিৎসক তথ্য, তুমি ট্রান্সজেণ্ডার ?
দৃষ্টিতে তার বিভ্রান্তি-আশ্বাস, সন্দেহ ভরসার,
ইচ্ছে ছিল সার্জেন দেখিয়ে, যৌন করিবে বদল,
কোন অপরাধ তার ছিলো,বুঝতোনা মন সকল,
অশ্রাব্য ভাষার গালি-শাসানি,জুটতো কপালে মার,
ঘৃণা করেন-অভিমানে রন,সপনের মটকান ঘাড়,
বাঁচতে তাকে সাহস জুগাও,রেখোনা একেলা,
বাঁচার অধিকার তারো সমানে,নাহি করো হেলা।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।