জামাই ষষ্ঠী
- উত্তম চক্রবর্তী ২৫-০৪-২০২৪

জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষ জামাই ষষ্ঠী আজ,
নতুন পাখায় শাশুড়ি মার ধান ও দূর্বায় কাজ।
ষষ্ঠী দেবীর ব্রত করে জামাই বাবার জন্য,
মেয়ের সংসার সুখে থাকুক
বাবা মায়ের পুণ্য।

শাশুড়ি মার নেমন্তন্ন ষষ্ঠী তিথি দিয়ে,
জামাই আসে ধূতি পরে মিষ্টি ও মাছ নিয়ে।
ফলফলাদি পাখার বাতাস শান্তি জলের ছিটে,
জামাইকে আজ পরিয়ে দিবে
হলুদ রঙের ফিতে।

ভালো যত খাবার আছে রান্না করা হয়,
আদর যত্নে শাশুড়ি তার জামাইকে খাওয়ায়।
উপহার আর আশীর্বাদে পরিপূর্ণ করে,
মেয়ে যেন সারাজীবন
সুখ-শান্তিতে ভরে।

তাং - ১৯/০৬/১৮

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।