টুপি জেগে ওঠো
- নাহিদ সরদার
টুপি জেগে ওঠো
মো: নাহিদ সরদার
অাল্লাহ কে ইশ্বর বলতেই
একদল টুপি জড় হলো
নাস্তিক হঠাও অান্দলোনে গরম রাজপথ
মিছিলের স্লোগানে পুড়ল
বাস,ট্রাক বইঘর
অাল্লাহর ঘর
অাল্লাহর কোরঅান
আগুন কি আর কোরঅান চেনে?
অাগুন কি আর মসজিদে চেনে?
পুঁড়ে পুঁড়ে ভস্ম হলো সব
আজ ইশ্বরের মাথা থেকে কেড়ে নিল টুপি
তারপর সমস্ত মাথায় বিষ্টা নিয়ে তিনি চলে গেলেন অারশে অাযিম।
এদিকে টুপিগুলো এখনও তসবি টেপে
টুপি জেগে ওঠো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।