ফেরারি
- নাহিদ সরদার

ফেরারি
মো: নাহিদ সরদার
ঘটনা তখনও বোধগম্য হয়নি আপনার
তবুও বলতে হবে
আপনি কারও শাড়ি খুলেছেন
হ্যাঁ, না খুললেও খুলেছেন।
তারপর আপনাকে অপেক্ষার কাঠগড়ায় দাঁড়াতে হবে
আপনি চারিপাশ তখন বিস্তর অসহায় হয়ে পড়বে
প্রতিকূল সব ঘিরে নেবে আপনাকে
একজন বাচ্চা শাসাবে
একজন মুরব্বী শাসাবে
একজন করে ক্ষুদ্র থেকে মাঝারি সবাই শাসাবে
তারপর আপনি শুনতে পারবেন পতনের সুর
পতনের বিষাদ বেদনা এতটাই তীব্র হবে
কারাগারের দরজা খুলে যাবে তীব্র বিষাদে
এখন আপনি হলেন এক ফেরারি,
কেবল মিথ্যাটাই সদ্য হবে সত্যের আঁড়ালে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।