কারাগার ছেড়ে আসার সময়
- নাহিদ সরদার

কারাগর ছেড়ে আসার সময়
মো: নাহিদ সরদার
কেউ বলে এই ঘর তার - ফের আসবেই
কেউ বলে - ফের শাড়ি খুলবোই
কেই বলে- এবার ঝুঁড়িতে ঢের গাজার ব্যবসা করব
কেউ কেউ প্রেম নিয় ফিরে যেতে চায়
কেউ বা আবার - আকাশ হতে চায়
তবে ছেড়ে এলে কেউ কি আর আকাশ হতে পারে
কারগার ছেড়ে গেলে- আপনি পাতল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।