হারিয়ে গেছে
- নাহিদ সরদার
হারিয়ে গেছে
মো: নাহিদ সরদার
খেজুর খোটা সকালে হলে প্রতিদিনই দেখা হতো
সে'যে আমার নদীর বুক পকেটে হাতটা রেখে যে-তো
অনবদ্য উচ্চারণরের সহজ কথায় আমি তাকে লিখে নিতাম
কাব্য পাড়ার যে কথাটায় কাপন খেলায় মনে- তাঁকেই দিতাম
দেখলে যখন তাঁকে কাপন আসবে মনে
ঠিক তখনই সুর হয়ে সে হারিয়ে গেছে বিষাদ একটা গানে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।