বচন-পাঁচ
- ফয়েজ উল্লাহ রবি

ক.
ফাগুন আমায় আগুন জ্বালে
বর্ষা জলের ধারা,
শীত আমাকে শীতল করে
শরৎ পাগল পাড়া !

খ.
নিশিভোরে দেখি তোমায়
দিনের আলোয় দেখা নাই,
সূর্য এলে ঘুমেই থাকো
শিশির তোমার জবাব নাই !

গ.
মনের জানালায় দেয় সে উঁকি,
নিশিদিন শুধু তাঁর ছবিই আঁকি !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।