আমার রাজ্য
- প্রবীর রায়

ওই যে দূরে নীল আকাশে সূর্যি উঠেছে,
আলোর সাথে রঙিন আশা স্বপ্ন বুনেছে,
মেঘের দেশে খেলছে তারা প্রভাত-সাঁঝে,
নিখিল মাঝে সকল প্রাণী যুক্ত কাজে,
পাখির নাচে বাগান সাজে বৃষ্টি নামে,
মোমাছিরা ভ্রমর শেষে হঠাৎ থামে,
ইচ্ছে করে পাখা মেলে যাই গো উড়ে,
রূপকথারই ঐ সেই দেশে আসি ঘুরে,
ঘোড়ায় চরে যাবো আমি দূর-দূরান্তে,
গড়বো এক দেশ নূতন করে দিক-দিগান্তে,
থাকবেনা দুখ-শুধুই যে সুখ আমার রাজ্যে,
জাতি-ধর্মের নেইকো বাঁধন শাসন কার্যে,
সেথায় শুধু রহিবে প্রেম-রহিবে একতা,
লড়বেনা কেউ-মরবেনা কেউ,শিশু-নারী-চাষা।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।