দেবীকে অপমান
- প্রবীর রায়
শিক্ষক হলেন শিক্ষা গুরু,জ্ঞানের দাতা তারা,
মন্দকে-ছন্দে ফেরান,আঁধার দিশার' সাহারা,
তাদের আদর্শে কালাম-বিবেক,সমাজে জ্বেলেছে আলো,
তারাই হলেন সত্যের পথিক,বিচারে ঘুচলো কালো,
আজ তাদেরই কেউ হিংস্র পশু,করে দেবীকে অপমান,
অর্থের লোভে-প্রশ্ন ফাঁসে,হারিয়েছে স্ব-অভিমান,
ফেল করানোর হুমকি দিয়ে,করছে গোপনে ধর্ষণ,
ফাঁদে ফেলেছে র্যাঙ্ক করানোর,প্রেমের নামে শোষণ,
কোনো না কোনো বাহানায় ঘাতক,করিতে চায় স্পর্শ,
বোকা-দুর্বল-অসহায় খোঁজে,মানসিক রোগী বর্ষ,
শিক্ষিত হতেও পদে-পদে ভয়,মূর্খ তবে কি ভালো ?
গুরু হয়েও পাপেতে মাতে,কতনা জীবন হারালো !
গুরুই যখন ভুল পথে যায়,কর্তব্য-অধিকার ভুলে,
পড়ুয়া তবে কেমনে গড়বে ! দেশকে শির তুলে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।