তপ্ত বাংলা
- প্রবীর রায়

গ্রাম দখলে তপ্ত বাংলা দাবানল ভস্ম বাড়ি,
ধর্ষণে আজ বধির সমাজ নেতার ফরমান জারি,
রাজ্যজুরে দ্বন্দ্ব-প্রহার বৈঠক ভবন তোরজোড়,
মনোনয়নে পাঠাবলি শাসক-বিরোধী করিডোর,
নেতার পোষা গুণ্ডার তাণ্ডব জনতার বেহাল জীবন,
প্রার্থী হয়ে বিপদ পিছে ভোটের দ্বারে রাবণ,
অস্ত্র নিয়ে ছাপ্পা ভোট ব্যালট বাক্সে আগুন,
রাজনীতিতে মরছে নির্দোষ নেতার মনে ফাগুন,
প্রশাসন নেই কোথাও আবার,কোথাও থেকেও শূন্য,
দেখছে তারা অবোধ হয়ে সন্ত্রাসে লাইন পূর্ণ,
গরীব-বেকার নেশার ফাঁদে অর্থ লোভে ঝাঁপে,
কারোর ঘরে হুমকি-শাসানি ভয়েতে হৃদ কাঁপে,
জিতলো-হারলো নেতা বটে মরলো বোকা জনতা,
আজ এদলে-কাল ওদলে মুখোশে ঢাকে ভণ্ডতা,
রিপোটাররাও ছাড় পেলনা শিশুর হাতেও অস্ত্র,
লাশের ঢের চারিপাশে দেহেতে নেই বস্ত্র।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।