ডুবছে মানুষ !
- ফয়েজ উল্লাহ রবি
ডুবছে মানুষ ডুবছে সময়
মিথ্যে কিন্তু নয়,
মিছে মোহ মায়ায় পড়ে
মানুষ হচ্ছে ক্ষয় ।
জেতার লোভে ভুলের জলে
নেমে পরাজয়,
অধরা স্বপ্নের পিছে ছুটে
শূন্যেই পড়ে রয় ।
স্বপ্ন ভাঙ্গে স্বপ্ন গড়ে
বাঁচার ইচ্ছে হয়,
চোখ মেলেই আঁধার দেখে
তবু আসবে জয়।
একটি আশা ভালোবাসা
কভু হারবার নয়,
আসবে আলো সুখে ভুবন
জীবন প্রেমময়।
শনিবার
১০ আষাঢ় ১৪২৫, ২৩ জুন ২০১৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।