মা ন ব তা
- ফয়েজ উল্লাহ রবি

আসবে যখন ভাবনা মনে এক ভবের সব মানুষ
নিজকে তখন উনার স্থলে ভাবলেই আসবে হুঁশ ।
উনি মানুষ মাটির তৈরি রক্ত মাংসে দেহ
উনার দুঃখ দেখার মতো ভবে নেই যেন কেহ ।
এক আকাশের আলো বাতাস এক নদীর জল বয়ে
আস্তে-আস্তে মানুষ ভুলে মানবতা ক্ষয়ে ।
আসবে আবার নতুন দিনে নতুন ধরা সেজে
নয় ব্যবধান মানুষ-মানুষ; মানবতা বেজে ।

শনিবার
১০ আষাঢ় ১৪২৫, ২৩ জুন ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।