মা নু ষ-দুই
- ফয়েজ উল্লাহ রবি

মানুষ ভুলে নিজ পরিচয়
ভুল মোহে রয় পড়ে,
সারা জীবন সাজলো মানুষ
নতুন রূপে গড়ে ।
বাহিরটা তাঁর অলঙ্কারে
ভেতরটা যে কালো,
রশ্মি দেয়া সূর্যের কাছে
শিখেনি দে আলো।
ভুল মোহে সে কাটায় জীবন
অবশেষে শূন্য,
পায়না সময় গড়তে মানুষ
করতে জীবন পূর্ণ ।


শনিবার
১০ আষাঢ় ১৪২৫, ২৩ জুন ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।