জীবনের তাগিদে
- ফয়েজ উল্লাহ রবি

সময়ের বাহিরে কোন জগৎ নেই
ইদানীং অন্তরীক্ষেও চলছে দখলের রাজনীতি
আমার আকাশ সীমালঙ্ঘন করে বিন দেশী বিমান
তাঁর আগেই আমার অন্তরীক্ষ দখলে পরাশক্তি !
কোথাও সুখ নেই অসুখের বাজারে
এই শহর এই নগর দেখেনা আমার দুখ
শুধু চেয়ে থাকে কোমল কিছু মুখ ।
বলতে চায় অনেক কিছু হয়তো কিছুটা মিছে কিছুটা সত্য
তবু শোনার কেউ নেই, সবাই ব্যস্ত জীবনের তাগিদে
রোজকার নিয়মের কাঁটাতারে বন্দি
স্মৃতির জোনাক ছাড়া কিছুই নেই ।
তবু মানুষ বাঁচে ! মানুষের এই শহরে
সুখ-দুখ মিলে জীবন; মিশে জীবনে !!

শনিবার
১০ আষাঢ় ১৪২৫, ২৩ জুন ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।