ভাগারের স্বাদ
- প্রবীর রায়

ধিক্কার আজ মানুষ ভাবতে ভাবতে নিজেকে জ্ঞানী,
শিক্ষিতে-মূর্খে পার্থক্যহীন সকলেই অজ্ঞানী,
নিত্যদিনে বিষ খাচ্ছি দেবতা দিচ্ছে ঋণ,,
যার কারণে প্রজন্ম বধির ভবিষ্যত দিশাহীন,
ভাগাড় কাণ্ড তুঙ্গে উঠেছে 'থ'মেরেছে চাঁদ,
ক্ষত আজ প্রতিটি স্মৃতি তথ্য ফাঁসে আঘাত,
আইনের চোখে কাপড় বেঁধে প্রকাশ্য রত ভেজাল,
অসাধুগণ-সমাজ বিরোধী ছন্দে ঢালছিল 'কাল',
সত্য-মিথ্যের আপোষ সওগাত ছায় সোশ্যাল ওয়াল,
মোড়ক বাঁধানো গোলক ধাঁধাঁয় উন্মুক্ত জালি দেওয়াল,
নামি শহরের দামি হোটেল দিচ্ছে ভাগাড় খাবার,
বিড়াল-কুকুর মরা জন্তুর বিরিয়ানি-কাবাব আহার,
দেশ-বিদেশে যেত প্যাকেটে কেউ কখনো করেনি যাচ,
ভ্রুক্ষেপ দিলে কমতো দূষণ হতোনা কখনো অস্বচ্ছ কাঁচ,
নৃশংসভাবে হত্যা করছে নিরুপায় -অবোধ জীবে,
মুনাফার লোভে নির্দয় হয়ে গোপনে বলি দিবে,
আগাম প্রজন্ম গর্ভেই রোগী নিরাপদ নয় মর্ত্যে,
জন্ম যে চায়না তারা স্ট্রাইক রত শত শর্তে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।