পুণ্যবান
- উত্তম চক্রবর্তী ২৫-০৪-২০২৪

পুণ্য অর্জনের তরে লোকে কী না করে,
হয়তো বুঝতে পারে কারো উপকারে।
পুণ্যবান ধন মান যশ সব পায়,
একনিষ্ঠ থাকে বলে
বিধাতা সহায়!

সংযমীরা অনুভবে খালি পেটে কষ্ট,
ভিখারি যেমন রয় অনাহারে ক্লিষ্ট।
সমতা বিধানে বিধি রাখে যত পথ,
কেউ লব্ধ কেউ লুপ্ত ভুলে মনোরথ।

মুক্তির নিশানা পায় কেউবা হারায়,
যারা পায় তারা ধন্য এপারেই কায়।
ওপারে যে সুখ মেলে বিশ্বাসে ও পুণ্যে,
সুখে থাকা কেনা চাই
দু'কূলেই ধন্যে!

তাং - ২৪/০৬/১৮

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।