বদল
- প্রবীর রায়

প্রথম গুরু মাতা-পিতা শিক্ষক তাহার পর,
শিক্ষা শুরু আপন গৃহে জ্ঞান শিক্ষার দ্বার,
শিশুকালে হাতে খড়ি শুভারম্ভ জ্ঞান,
ভালো-মন্দের স্পর্শ ছোঁয়া শিক্ষাই তার ধ্যান,
সৎ মনোবল সাহস দেবে লক্ষ্য সফল হবার,
মান-সন্মান বজায় রাখার প্রভাত প্রণাম সবার,
পুরাতন যুগ হারিয়ে গেল বদল হল শিক্ষার,
পাল্টেছে সব ডিজিট সেবা কম্পিউটার দ্বার,
শ্লেটপেনসিল হারিয়ে গেল হারালো আজ বলপেন,
গ্রাম-শহরের চক-ব্ল্যাকবোর্ড হারিয়ে পেল ডটপেন,
ইংরাজিতে মাতছে সমাজ সাজ পোশাকেউ সুখ,
আধুনিক যুগ উজ্জ্বল আজ মাতৃভাষার দুখ,
টিফিন খেতে যায়না বাড়ি বিদ্যালয়ে খাবার,
শিক্ষাধারা বদলেছে আজ ছুটির ঘন্টার হার,
কষ্টের লাঘব সাইকেল পেয়ে বন্ধু সাথে বাড়ি,
র‍্যাগিং-প্রহার হার মানেনি নিজেকে-নিজেই মারি।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।