সার্জিক্যাল স্ট্রাইক
- প্রবীর রায়
ভারতবর্ষ আমার মাতা আমার অহংকার,
শনি দৃষ্টি দেবে যারা করবো তাদের প্রহার,
ভারত মায়ের সুগন্ধিতে রঙে-রাঙান কোণ,
বিশ্বের রানী আসল খনী ঝঙ্কার মাতি বোন,
বারি-বায়ু মাটির টানে সকল কণ্ঠে গান,
সত্য ধ্বজা দুলবে সদা নাহি নত মান,
ভারডবাসী সবাই মোরা এক মায়েরই সন্তান,
জঙ্গির নিধন দেশ রক্ষাই দিতে রাজি এই প্রাণ,
নিত্য দিনে নতুন জঙ্গি গর্জে উঠছে বিশ্বে,
ধ্বংস করতে বারুদ-বোমায় উসকে দিচ্ছে শিষ্যে,
আর সইবোনা তাদের আঘাত দেব মোরা জবাব,
রক্তের হোলি খেলবো মাগো ভয়ে ভাগবে নবাব,
কত যে কোল শূন্য এখন কেউ হারালো আপন,
শরণার্থী দেশের মানুষ শহিদে ঢেকেছে কাফন,
প্রাণ বলিদান যাবেনা বৃথা এবার রুদ্র হবো,
সার্জিক্যাল আজ হানবে সেনা গর্বে ভারতীয় কবো,
মহাসংগ্রামে লিপ্ত সৈনিক দেশের জন্য জান,
আসল শত্রু রাজনেতা গণ গাই সাম্যের গান,
দ্রোহী তারা স্বার্থে মাতে সেপাই আপন কাঁদে,
দেশ এগোবে এক স্বর হলে কূটনীতিহীন ফাঁদে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।