বাংলাদেশ-পন্থী
- ফয়েজ উল্লাহ রবি
আমি অবাক হই !! বার-বার বিস্মিত হই !!
কোথায় যাচ্ছি ? কোথায় আমাদের গন্তব্য ?
একটা দেশে নানা মতের মানুষের বাস, এটাই স্বাভাবিক
কিন্তু শুধু দুই মতের মাঝে কেন বন্ধি ?
"কিছু মানুষ ভারত-পন্থী, কিছু পাকিস্থান"
ব্রাজিল-আর্জেন্টিনায় হয়ে গেছে ভাগ,
যে ভাবে বাংলাদেশের আকাশে বিন দেশি পতাকা উড়ে তার অর্ধেকও বাংলার পতাকা নেই মনে হয়।
এই ভাগভাগিতে রাজনীতি দলের কথা না হয় বাধ দিলাম।
কিন্তু, কবে আমরা বাংলাদেশ-পন্থী হবো ?
জুন ২০১৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।