আমি কাপুরুষ
- প্রবীর রায়

আমি পুরুষ নয়,আমি কাপুরুষ-ভীতু
আমি পারলাম না ঠিক করতে এই অচল সমাজকে
পারলাম না বাঁচাতে সমাজের অসহায়দের-
আমি দায়িত্বহীন,তাদেরি মতো দর্শক-শ্রোতা-উগ্র
একটি বারের জন্য চেষ্টা করলাম না রুখে দাঁড়াতে-
প্রতিবাদ করতে-বিদ্রোহী হতে,
তবে কি জীবনটা বৃথা,সব যেন মজার জৌলুশ
চেষ্টা করছিনা তা নয়,করছি গোপনে অন্তর্গৃহে
শুরু করার পূর্বেই ব্যর্থ মনে হয় নিজেকে
আমি পারলাম না একটিও নারী-শিশু-অনাথদের -
কোনোক্রমে বাঁচাতে-অধিকার ফেরাতে-আশ্রয় দিতে
তোমরা আমাকে মানুষ বলোনা,আমিও তাদেরি এক
নিজেকে মানুষ বলতে ঘৃণা হয় আজ
ভাবি সত্যিই কি আমি মানুষ
না, মানুষ কথাটার অর্থ টায়তো আমি জানিনা।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।