নিশ্বাস স্তব্ধ
- প্রবীর রায়
আঁখি সামনে অন্ধকার ভাসছে প্রতিনিয়ত
চোখ বুজছে আপনাআপনিই
সামনে সব যেন ধূসর-কালো-অস্বচ্ছ লাগছে
প্রাণ সতেজ তবু যেন দেহাঙ্গ নিস্তেজ-বধির
এই সৃষ্টি-প্রতিবিম্ব সকলেই ব্যঙ্গ করছে বিনা স্বার্থে
শুনছি তবু মস্তিষ্ক অকেজো ফ্যাকাসে ভাবনা খেলছে
স্পর্শেও কোনো অনুভূতি সাড়া দিচ্ছেনা
আর কতক্ষণ,নিলয়গুলো বৃদ্ধ হয়েছে
রক্তে জটিল সব ব্যধি,পাখি আর খাঁচায় রবেনা
সময় হয়েছে,উড়ে যাবার নতুন রূপ ধারণ করার
এতদিনে যা নিজের করেছি আপ্রাণ চেষ্টায়
আজ সব থাকছে,আমিও থাকছি ব্যর্থ স্মৃতিতে
শুধু নিশ্বাসই স্তব্ধ চোখ বুজে মাটিতে শুয়ে দেহ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।