আভাস
- প্রবীর রায়

আভাস-অনুভূতি সকলের জীবন সূত্র
ভালো হোক বা মন্দ প্রত্যেক প্রাণকে স্পর্শ করে
কেউ লুকাই কেউ জানায় জটিল দ্বিধাগ্রস্ত ক্ষণ
গোপনে দহন চিরসত্তার হৃদয়ের অন্তর্গৃহে ক্ষত
প্রতিটি অঙ্গ তার বিচারক আমরা দোষী সত্তার পথিক
লজ্জা হোক বা আনন্দের দৈহিক পরিবেশে তার আঁচ পরে বহু পূর্বেই
প্রতিটি পথ কষ্টের জীবন পথে তার ছিটা পরে অনবরত
যে বা যারা শুরুতেই সতর্ক হয় তারা বেঁচে যায় অবসাদ দিনে
আবার কেউকেউ সব জেনে বুঝে স্বইচ্ছায় মৃত্যুকে সওগাত দেয়
শিক্ষা-জ্ঞান দুর্দিনে সাহারা দেয় আগলে রাখে চরমসময়ে
বিজ্ঞানের দ্বারে মূল খোঁজ বহমান স্মৃতিগুলো পাহারাদার।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।