রুদ্ধ শ্বাস
- প্রবীর রায়
অর্থ-দেমাগ সর্ব জীবের সুখ ভোগেরই লক্ষ্য
সভ্য সমাজ নেতার বশে তাতেই তারা দক্ষ
ধর্ম-জাতের দাঙ্গা-লড়াই নিত্য নতুন ধর্ষণ
নির্যাতিত নিত্য ক্ষণে শিশু শ্রমের বর্ষণ
লাশকে ঘিরে ভীরের মেলা সেথায় লুকাই দোষী
ধর্ষক রাজ্যে ভাষণ তুঙ্গে ধর্ষিতা আজ শশী
প্রতিবাদীর কণ্ঠ নির্বাক বিপ্লবে ধায় দুঃখ
হুমকি-প্রহার শাসাই-শাসক থাকতে হবে ভুক্ষ
নিজের জীবন সবার প্রিয় কেউ ভেড়েনা তাই
ভুলছে মানুষ-একলা দুর্বল একতাই হয় জয়
যাই ঘটুক বা -যাই রটুক আজ সর্বমূলে নেতা
গদিই বসে ছক্কা চালায় লক্ষ্য তাদের জেতা
ভক্ষক ভয়ে নারী বাঞ্ছা চাইনা কেহ সন্তান
মেয়ে হলেই মরতে হচ্ছে নারী বন্দী আপ্রাণ
অভিশপ্ত মাতৃ জঠর বিবাহে পণ দাবী
বিনা শোধে শোষণ-প্রহার মরে দুখী-অভাবী
এসব ঘিরে লেখক-কবি ত্যাগ করেনি পদক
বৃথা যাবে(কি) নায়ক বাণী-ঋষির জ্ঞানের সব ছক
নেশা আজকে মহামারি প্রকাশ্যে তার নৃত্য
প্রশাসন সব পকেট ভরে কূটনীতির জিভ অতৃপ্ত
শিশুরা আজ বেশ্যা ঘরে সাধু-বাবার কূরাজ
মূর্খ মানুষ ক্যান বোঝেনা বিপদমুখি স্বরাজ
দেশ বাঁচাতে নিজে বাঁচতে ধেয়ে আসবে যুদ্ধ
পরদেশ নয় আমরাই লড়বো বাস্তবে শ্বাস রুদ্ধ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।