চলো সখি !
- ফয়েজ উল্লাহ রবি
চলো সখি মেঘের দেশে
চলো ঘুরে আসি,
আগের মতো এখন আমি
তোমায় ভালোবাসি ।
চলো সখি দেখবো সাগর
ভাসবে জলে ভেলা,
সকাল-সন্ধ্যা হাসি মনে
বসবে সুখের মেলা ।
চলো সখি আকাশ দেখি
বুকে ব্যথার নীল,
মনের সুখে সাজাই বাসর
দুখ করোনা পিল ।
চলো সখি ফুলের বনে
ভ্রমর করে খেলা,
তুমি-আমি দু'জন মিলে
কাটবে সুখে বেলা ।।
বৃহস্পতিবার
১৪ আষাঢ় ১৪২৫, ২৮ জুন ২০১৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।