ব্যথার নদী
- ফয়েজ উল্লাহ রবি

ব্যথার নদী দিয়ে পাড়ি
আসবে সুখের বাড়ি,
হাসি-খুশি জীবন ভরে
ফিরাবে টান নাড়ী ।
হাজার দুঃখ কষ্ট বুকে
তবু মানুষ বাঁচে,
সুখের খুঁজে হন্য হয়ে
আকাশ-পাতাল যাচে ।
অবশেষে আসবে যে সুখ
কাঙ্ক্ষিত সে সময়,
সাজবে জীবন সুখে-সুখে
হবে না তো ক্ষয় ।

শুক্রবার
১৫ আষাঢ় ১৪২৫, ২৯ জুন ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।