আলো আসবেই -তিন
- ফয়েজ উল্লাহ রবি

ফের সাজবে আকাশ-বাতাস
আসবে নব প্রভাত,
দুঃখ গুলো হারিয়ে সব
কেটে যাবে রাত।
সাজবে আবার সোনার আঁশে
বাংলার সে মাঠ-ঘাট,
আঁধার দূরে ঠেলে দিয়ে
হবে আলোর পাঠ ।
সুখের নায়ে ভেসে আসবে
সোনালী সেই সু-দিন,
অতীত কভু নয় পুরোনো
দেখায় আগামীর দিন ।
চলো সাজিয়ে দেই নতুন-
করে, বাংলার আকাশ,
ফলে-ফুলে সুখের আবাস
নেবো না অবকাশ ।

শুক্রবার
১৫ আষাঢ় ১৪২৫, ২৯ জুন ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।