নুড়ি পাথর
- ফয়েজ উল্লাহ রবি

সাগর তটে খুঁজে ফিরি
পাথর নুড়ি,
দেখে তা ঐ হাসছে দেখো
চাঁদের বুঁড়ি ।
হাজার আশায় সাজাবো যে
স্বপ্নপুরি,
কতো চেষ্টা সেই আয়োজন
নেইতো জুড়ি ।
স্বপ্নাকাশে মেঘের আড়াল
ঘুড়ি উড়ি,
অনেক রাতের স্বপ্ন গুলো
ভরে ঝুড়ি ।
আলোর আশায় আঁধারে নেমে
খুঁজি নুরি,
ঊষায় ফিরে আসি ঘরে
ভারিভুরি ।

শুক্রবার
১৫ আষাঢ় ১৪২৫, ২৯ জুন ২০১৮

অর্থ-
নুরি-টিয়া পাখি
ভারিভুরি-জাঁকজমক,ঠাট


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।