শিরোনাম
- ফয়েজ উল্লাহ রবি

বৃষ্টি আসলে "বহুল প্রচারিত শিরোনাম" !
হাজার কবিতার জন্ম, লাখো সবিতার মৃত্যু
নীল আকাশে কালো মেঘের ঝলক,
দেখবো বলে মেঘ ভেঙ্গে বৃষ্টি এক পলক !
ডানা ভাঙ্গা পাখির চটপট
ঝড়ের বেগে তছনছ মাঠ-ঘাট; মট !
মাঠে রাখাল নদীরতে মাঝি
বৃষ্টি কখনো কভু বড্ড পাজি ।
পুরোনো হারানো স্মৃতি ভুলে যাওয়া গীতি
মেঘের কণায় জমা বাকী সম্প্রতি ।

শুক্রবার
১৫ আষাঢ় ১৪২৫, ২৯ জুন ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।